সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
গত কয়েকদিন ধরে একটি চক্র ‘সুরমা মেইল’ (লিংক) নামে ফেইসবুক একাউন্ট ব্যবহার করে বিভিন্ন সচেতন নাগরিকদের নামে মিথ্যাচার করে তাদের মানহানি করা হচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এ একাউন্ট ঘুরে দেখা যায়, সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া এলাকার বিভিন্ন সম্মানীয় পরিবারের লোকজনের ব্যক্তিগত দুর্বলতা ও সমাজ সচেতন শিক্ষানুরাগী, ক্রীড়াব্যক্তিত্বদের নামেও মিথ্যাচার করে তাদের উদ্দেশ্যমূলক ও মানহানি করা হচ্ছে এই আইডি দিয়ে। ফলে ‘সুরমা মেইল’ নামে ভূয়া একাউন্ট নিয়ে এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এটি তথ্য ও প্রযুক্তির অপব্যবহার করে কেউ করছে। ‘সুরমা মেইল ডটকম’র কর্তৃপক্ষ এ ধরনের কোনো ভূয়া নিউজ ছাপেনি বা ফেইসবুকে স্ট্যাটাস দেয়নি। যাদের জড়িয়ে ফেইসবুকে এ ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে তা উদ্দেশ্যমূলক ও মানহানিকর। যার সাথে নিউজ পোর্টালের কর্তৃপক্ষ কোনো ভাবেই জড়িত বা দায়ী নয়।
পাঠকদের সুবিধার্থে দেওয়া হলো আমাদের নিউজ পোর্টালের সঠিক ফেইসবুক একাউন্টের নাম ‘সুরমা মেইল ডটকম।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd