বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির জন্মদিনে বিশ্বনাথে পথশিশুদের মাঝে খাবার বিতরনের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার (১১সেপ্টেম্বর) বিকালে বিশ্বনাথের নতুন বাজারস্থ টিএনটি রোডে এ অনুষ্টানের আয়োজন করেন বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জাকির হোসেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, বিদ্যানন্দিনী দেশরত্ন শেখ হাসিনার মনোনিত বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ইতোমধ্যে দেশব্যাপী ইতিবাচক কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করার ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জেব্রা কসিং অঙ্কন, ময়লাস্তুপ থেকে শহীদ মুক্তিযোদ্ধার কবর পরিষ্কার, স্বাক্ষরতা অভিযানসহ আরো নানাভাবে সমগ্র বাংলাদেশ জুড়েই প্রতিটি ইউনিটে ভালো কাজের প্রতিযোগিতা চলছে। তাঁর এই কার্যক্রমকে সাধুবাদ জানাবে দেশের ছাত্র জনতা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রফিক হাসান (মেম্বার), বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
অনুষ্টানে আরোও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা শামিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা হিমেল আহমদ, আবিদুর রহমান প্রমুখ।
Sharing is caring!