সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮
গত রোববার মধ্যরাতে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় অভিযান চালিয়ে স্থানীয় বড়গুল এলাকায় বোনের বাড়ি থেকে ছাব্বিরকে আটক করেন। আটক ব্যক্তি উপজেলার পূর্ব মহিষখেড় গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।
প্রসঙ্গত, রাতারগুল বনের দুই পার্শ্বে দখল হয়ে যাওয়া ২০১ একর মুরতা চাষের জায়গা উদ্ধার করতে গেলে স্থানীয় মহিষখেড় গ্রামবাসী ও বনবিভাগের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিষখেড় গ্রামের তিনজন গুলিবিদ্ধসহ রেঞ্জ কর্মকর্তা ও দুইজন বনরক্ষী আহত হন। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতারগুলের বন-বিট কর্মকর্তা প্রদীপ মন্ডল বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামী করে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, প্রধান আসামীকে আটক করেছে পুলিশ। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd