বিশ্বনাথ প্রতিনিধি :: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামন থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, উপজেলা মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কো-অডিনেটর ফারুক আহমদ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার জামসেদ আহমদ, কাওছার আহমদ ভূঁইয়া, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, থানার এসআই নবি হোসেন, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!