সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট বন বিভাগের সারী রেঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা ও রাতালগুল সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য সচিব মো. সাদ উদ্দিন আহমেদ ও বন প্রহরীদের উপর মহিষখের গ্রামের ভূমিখেকোদের হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘাট এলাকায় সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি রাতারগুল জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, গোয়াইঘাট, সিলেটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সি এস সির অর্থ সম্পাদক ফকর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন আব্দুল করিম সিখদার, বিলাল আহমদ মুন্সী, জমির উদ্দিন, আমীর আলী, হারিছ মিয়া, নিজাম উদ্দিন, আরব আলী, রমিজ উদ্দিন, সুফিয়ান, সোনা মিয়া, ইউসুফ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, রাতারগুল বনের পার্শ্বে থাকা বনবিভাগের বেশ কিছু জমি ভূমিখেকোদের হাতে দখল হয়ে যায়, গত বুধবার সকালে উপজেলার ৬নম্বর ফতেহপুর ইউনিয়নের মহেষখের গ্রামে ভূমিখেকো দ্বারা দখলকৃত বনবিভাগের জমি পুনরুদ্ধারকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন বন বিটের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ, বন রক্ষী শুভ্র ও আক্কাস আলী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd