সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে অভিযানে গত (৭ জুলাই) রাত ১১ ঘটিকা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, এর সমন্বয়ে এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদকসেবন করার অপরাধে ২১ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ জরিমানা প্রদান করে র্যাব এর ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত মাদকসেবীদের নাম ও ঠিকানা ঃ ১। মোঃ জামির (৩০), পিতা- মনু মিয়া, গ্রাম-বাইচান, থানা-লালমোহন, জেলা-ভোলা, ১৫ দিন, ২। সোহেল মিয়া (২১), পিতা-অজুত মিয়া , গ্রাম-অসুনপুর, থানা- সদর, জেলা-সুনামগঞ্জ, ২০ দিন, ৩। মোঃ রাসেল (২২), পিতা-আলকাছ মিয়া, গ্রাম- সামারগাঁত্ত, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, ৩০ দিন, ৪। রিপন মিয়া (৩৬), পিতা-ফিরোজ মিয়া, গ্রাম-ভার্তখোলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ১৫ দিন, ৫। আনিসুর রহমান (৩৫), পিতা- নেত্তয়াজ হোসেন, গ্রাম- সুদপুকুরিয়া, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, ৩০ দিন, ৬। মোঃ মোরশেদ ফকির (৩০), পিতা- মৃত আলাউদ্দিন, গ্রাম- পানিচরা, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, ৯০ দিন, ৭। মোঃ মনির হোসেন (২৭), পিতা- মৃত আবু বকর সিদ্দিক, গ্রাম- শিমুলতলী, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর, ৬০ দিন, ৮। মোঃ রিপন মিয়া (২২), পিতা- মোঃ মন্টু মিয়া, গ্রাম- শ্রীঘর, থানা- নবীনগর, জেলা-বি-বাড়ীয়া, ০৭ দিন, ৯। মোঃ মনির উদ্দিন (২৮), পিতা- মৃত মনপর উদ্দিন, গ্রাম- শ্রীলামটিকর পাড়া, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ১৫ দিন, ১০। মোঃ কামাল মিয়া (২৬), পিতা- মোঃ বাবুল মিয়া, গ্রাম- পীরের বাজার, থানা- শাহপরান, জেলা- সিলেট, ৩০ দিন, ১১। মোঃ মানিক মিয়া (২৫), পিতা- মোঃ ইসরাফিল, গ্রাম- ইটারপাড়া, থানা- সদর, জেলা- চাঁপাই নবাবগঞ্জ, ৩০ দিন, ১২। লিটন আহমেদ (২৫), পিতা- মৃত আব্দুল রহমান, গ্রাম- ইসলামাবাদ, থানা- শাহপরান, জেলা- সিলেট, ০৩ দিন, ১৩। ইমরানুল হক (২০), পিতা- মৃত আব্দুল ওয়াহিদ, গ্রাম- গোবিন্দশ্রী, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ০৩ দিন, ১৪। মানিক মিয়া (৪৫), পিতা- ফরকান আলী, গ্রাম- রসুুলপুর, থানা- পাঁচবিবি, জেলা- সিলেট, ২০ দিন, ১৫। মোঃ রনি আহমেদ (২৬), পিতা- মৃত আতাউর রহমান, গ্রাম- হাতুনডা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ১৫ দিন, ১৬। জাবেদ (২৬), পিতা- আফতার আলী, গ্রাম- মিরাজপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেটকে ৬০ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান এছাড়াও ১৭। মিনহাজ (২৫) ৫০০০/ টাকা, ১৮। রহিম (২৩) ৩০০০/ টাকা, ১৯। শাকিল (৩৬) ১৫০০/ টাকা, ২০। নিবালুল ৭০০/ টাকা, ২১। আসলামকে ৫০০/ টাকা, জরিমানা প্রদান পূর্বক ছেরে দেওয়া হয়। মাদক সেবনকারীদের নিকট থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস পূর্বক সকল মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd