বিশ্বনাথে অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুধ নিষ্পত্তি

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৮

বিশ্বনাথে অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুধ নিষ্পত্তি
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সপ্না শাহীন কতৃক বিভিন্ন রকম দূর্নীতিরদায়ে এলাকাবাসীর সাথে নানান অভিযোগ গৃহীত হয়। এমন অভিযোগে একই ওয়ার্ডের বাসিন্দা এবং সিলেট জেলা বারের সিনিয়র উকিল ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী অভিযুক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্বে, এলাকাবাসীর অভিযোগের বিষটি সালিসের মাধ্যামে নিষ্পত্তি করেছেন।
প্রসঙ্গত বিগত দেড় বছর-দুই বছর পূর্বে উপজেলা পরিষদ থেকে ( উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সপ্না শাহীন) তাহার নিজ নামে বরাদ্দ কৃত সরকারী ডিপ টিবওয়েল পেয়ে থাকেন। ঐ টিবওয়েল তার স্বামী হোসাইন আহমদ শাহিনের নামে তার নিজ বাড়ীতে প্রতিস্থাপন করেন। এবং পাড়া পড়শী লোক দেখিয়ে পানি সর্বরাহের ছবি তুলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরে দেখান যে, প্রতিবেশী লোকজন সব সময় পানি পান করার জন্য নিচ্ছে। অফিস সূত্রে জানা যায় যদিও ব্যক্তির নামে টিবওয়েল বসানো হয়েছে তবে কোন ভাবেই পাড়া প্রতিবেশী লোকদেরকে পানি নিতে বাধা দেওয়া যাবে না। অতপর গত রমজান মাসে হঠাৎ মহিলা ভাইস চেয়ারম্যান তাহার স্বামীর নিজ বাড়ীতে আম গাছ থাকায় আমের ফসলাদি চুরেরা নিয়ে যায় বলে গালমন্দ করেন এবং পানি না নেওয়ার জন্য তার বাড়ীর গেইটে তালা মেরে দেন। প্রতিবেশীরা তালা মারার কতা জানতে চাইলে তিনি বলেন আম চুরি হওয়ায় পানি নিতে নিষেদ করেন। পরে এলাকাবাসী এমন অভিযোগে দু’পক্ষের অভিযোগ সালিসের মাধ্যমে মিমাংসা করতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান’র স্বামী সময় দেওয়ার জন্য বলেন। ওই নির্ধারিত তারিখের পূর্বে নিখোঁজ এম ইলিয়াস আলীর সহ ধর্মীনি তাহসিনা রুশদী লুনা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ীতে যান। মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সপ্না শাহীন সহ নেতাকর্মীদের সাথে নিয়ে একই গ্রামের জেলা যুবদল নেতা জুবেল আহমদের বাড়ীতে যান। পেরার সময় ডিপ-টিবওয়েলের কথা বলায় জুবেল আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় বেগম সপ্না শাহীন গ্রামবাসীদের নিয়ে খারাফ মন্তব্য করেন। বিষয়টি জুবেল আহমদ গ্রামের মুরব্বিদের অবগত করেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান’র প্রতি অভিযোগ আরও বিভিন্ন সময় সরকারী দেওয়া প্রতিবন্ধী ভাতা ও ভ’য়া গর্ভকালীন ভাতা, টাকা নিয়ে সৌর বিদ্যুৎ স্থাপন সহ নানান অভিযোগে অভিযুক্ত করা হয়।
এ সকল অভিযোগের পরিপেক্ষিতে গত ৬ জুলাই বিকালে রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুরানগাওঁ গ্রামের আব্দুর রহিম (মেম্বার) এর বাড়ীতে এক সালিস বৈটক অনুষ্টিত হয়। এতে পুরানগাওঁ গ্রামের প্রবীন মুরব্বি সিরাজ আলীর সভাপতিত্বে সালিস বৈটকে উপস্থিত ছিলেন সালিস ব্যাক্তি আবুল কালাম, শের আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ’র অর্থ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, রামপাশা ইউনিয়নের মহিলা সদস্য মিনারা বেগম, সাবেক মেম্বার কুদ্দুছ আলী, জাতীয় পাটি নেতা আব্দুর রহিম কামালি, গ্রামের বড় মসজিদের মোতাওয়াল্লি মাওঃ আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বদরুল ইসলাম মহসিন,বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মো. আবুল কাশেম, ফটো সাংবাদিক সফিক আলী, এলাবাসীর পক্ষে আশিক আলী, রফিক আলী, শেখ মশাহিদ আলী, জেলা যুবদল নেতা জুবেল আহমদ সহ এলাকার বিপুল সংক্ষক লোক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সপ্না শাহীন’র স্বামী অভিযোগ শিকার করেন এবং নিজ পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন, এবং ভবিষ্যতে তার পরিবার এলাকাবাসীর বিরুদ্বে কোন অসৌজন্যতা মূলক কোন আচরন না করার অঙ্গিকার করেন তিনি এবং তার পরিবার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..