১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পর তিন বছরের শিশুকে হত্যা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮

১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পর তিন বছরের শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর শ্রী জয়ন্ত নামের ৩ বছরের এক শিশুর ট্রাভেল ব্যাগ বন্ধি লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।’ নিহত জয়ন্ত সাভারের হেমায়েতপুরের কাঁঠালতলার আউয়াল হোসেনের বাসার ভাড়াটিয়া শ্রী সুনুর শিশু সন্তান।

শিশু জয়ন্ত হত্যাকান্ডে জড়িত থাকায় শুভ ও নাছির নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে সাভার-সিংগাইর সংযোগ সড়কের শহীদ রফিক সেতুর নিচ থেকে সাভার মডেল থানার এসআই আসগর আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগে বন্ধি ওই শিশুর লাশ উদ্ধার করেন।

সাভার মডেল থানার এসআই আসগর জানান, ১ জুলাই হেমায়েতপুরের কাঁঠালতলার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া শুভ ও নাছির একই বাড়ির অপর ভাড়াটিয়া শ্রী সনুর ৩ বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’

এ ঘটনায় শ্রী সনু সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরির পাশাপাশি বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৭ হাজার টাকা পরিশোধ করেন। সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষি পরবর্তী সময়ে সাভার মডেল থানার এসআই আসগর সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন অপহরণকারী হিসেবে আটেক করেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর লাশ ট্রাভেলব্যাগে বন্ধি করে সিংগাইর সেতুর নিচে ফেলে দেয়ার কথা স্বীকার করে। পরে বুধবার রাতেই ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন কওে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..