শাহপরাণ মুরাদপুরে দুধর্ষ ডাকাতি : ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

শাহপরাণ মুরাদপুরে দুধর্ষ ডাকাতি : ১০ ভরি  স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর গ্রামে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) ভোর রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল গ্রামের ইছহাক আলী মঞ্জিলে হানা দেয়। ডাকাতরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে দরজায় নক করে। হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম দরজা খুলার পর ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে নগদ ২ লক্ষ টাকা সহ ১০ ভরি স্বর্ণালঙ্কার ও জমির দলিলাদি নিয়ে যায়।

Manual3 Ad Code

জানা যায়, শাহপরান থানাধীন মুরাদপুর বাজারের দক্ষিণে ইছহাক আলী মঞ্জিলে বৃহস্পতিবার ভোর রাতে ১০/১২ জনের একটি ডাকাত ঢুকে পড়ে। তখন বাড়িতে হিফজুর রহমানের স্ত্রী লিপি বেগম তার ২ সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। ডাকাতরা প্রথমে দরজায় পুলিশ পরিচয় দিয়ে ডাক দেয়। এরপর লিপি দরজা খুললে ডাকাতরা তার হাত মুখ বেঁধে ফেলে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে আলমারী, মিস্ত্রিফের চাবি নিয়ে আলমারীর ভেতর থেকে প্রায় নগদ ২ লক্ষ টাকা, জমির দলিলাদিসহ জরুরী কাগজপত্র নিয়ে যায়।  বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানার এসআই সোলেমান ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..