জাফলংয়ে উপ-নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮

জাফলংয়ে উপ-নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রার্থীদের যাচাই বাছাই শেষে গতকাল বুধবার প্রতীক বরাদ্ধ দিয়েছে উপজেলা নির্বাচন কমিশন।

প্রার্থীদের মাঝে আহমদ আলী (আপেল),  মো. আক্তার হোসেন ভূইয়া (টিউবওয়েল), আমির হোসেন (তালা), ইব্রাহিম আলী (ঘুড়ি), কামাল হোসেন (ফুটবল), গোপাল শর্মা (ভ্যান গাড়ি), জয়নাল আবেদিন (বৈদ্যুতিক পাখা), জহিদুল ইসলাম (টর্চ লাইট), জহিরুল ইসলাম (জহির) (ক্রিকেট ব্যাট) ও বাবুল ভূইয়াকে (মোরগ) প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।

প্রতীক বরাদ্ধ পাওয়ার পর প্রচার প্রচারণা শেষে আগামী ২৫ জুলাই বুধবার ওয়ার্ডটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হাসান ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের লক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল উক্ত ওয়ার্ডটির নির্বাচিত ইউপি সদস্য লিটন মিয়া’র মৃত্যুর পর ওই ওয়ার্ডের সদস্য পদটি শূণ্য হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..