সিলেট ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত একটি ব্রীজ উদ্বোধনের আগেই এপ্রোজের অবস্থা নাজেহাল। জনসাধারণের চলাচলের ক্ষেত্রে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ব্রীজটি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুটেরঘাট-গোষেরগাংরা রাস্তার নয়ানগর গোপাঠের উপর নির্মিত। ব্রীজটি মূলত নির্মান করা হয়েছিলো উপজেলা পি.আই.ও কর্তৃক জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে, কিন্তুু অল্প টাকার মাঠি কিংবা বালুর অভাবে বিফল হতে চলেছে সরকারের প্রায় ২৪ লক্ষ টাকা। স্থানীয় জনসাধারণের দাবী উপজেলা পিআইও কর্মকর্তা ও ব্রীজের কন্ট্রাক্টারের কারসাজির ফলে জনসাধারণের এমন দুর্দশা। এবং কন্ট্রাক্টার ব্রীজের সম্পূর্ণ কাজ না করেই পিআইও কর্তৃক বিল উত্তলন করে নিয়ে গেছেন, এখন আর কোন খবর নেই।
কিন্তুু এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পিআইও কর্মকর্তা প্রতিবেদক কে জানান, আমার জানামতে ব্রীজের কাজটি আমরা সম্পূর্ণ করে দিয়েছি, তবে এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন ব্রীজের কন্ট্রাক্টার বাবু “সন্তুুষ”। পরে মোবাইল ফোনে কন্ট্রাক্টার বাবু সন্তুুষ এর সাথে আলাপ করলে তিনি জানান আসলে ব্রীজের কাজ আমরা সম্পূর্ণ করেছি, কিন্তুু ইদানিং পাহাড়ী ঢল আর অতি বৃষ্টিতে ব্রীজের এপ্রোজের এই বেহাল দশা হয়েছে। আর এখনতো বর্ষাকাল তাই মাঠির অভাব, অবশ্য বন্যার পরপর আমরা ভরাট করে দিবো। এ বিষয়ে কথা হয় স্থানীয় ওয়ার্ড মেম্বার ও সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের এর সাথে, তিনি বলেন বর্ষাকালে মাঠির অভাব হলেও বালুর কোন অভাব নেই, কন্ট্রাক্টারের স্বদিচ্ছা থাকলে নৌকা দিয়ে বালু এনে ভরাট করা সম্ভব। বালু দিয়ে যত দ্রুত ভরাট করা হবে তত দ্রুত জনসাধারণের দূর্ভোগ লাগব হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd