সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
ডেস্ক রিপোর্ট :: পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসল আনোয়ারা বেগম নামের এক রাহিঙ্গা নারীসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (৩ জুলাই) সকালে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ারা বেগম, হালিমা খাতুন ও তার স্বামী মোঃ জাফর। আটককৃত আনোয়ারা বগম কক্সবাজারর রামু থেকে এসেছেন বলে জানা গেছে। অন্যরা আনোয়ারা বেগম বোন ও দুলাভাই পরিচয় দেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছগির মিয়া জানান, মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে পাসপোর্ট করতে এলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা খন্দকার তাজুল ইসলাম রাহিঙ্গা সন্দেহ হলে তিনি পুলিশ খবর দেন। পুলিশ পাসপার্ট অফিসে গিয়ে আনোয়ারা বেগম সহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে।
তবে আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে দেখাহচ্ছে বলে ভোলা থানার ওসি জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd