সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
গোয়াইনঘাট সংবাদদাতা :: গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বস্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই হাওর, বুধিগাঁও হাওর, নাইন্দাহাওর, তীতকুল্লি হাওর, সোনাপুর হাওর ও জৈস্তাপুর উপজেলার ২নং নিজপাট ইউনিয়নের শেওলারটুক, ডুলডিরপার এলাকায় প্রায় ২শতাধিকা বন্যায় কবলিত মানুষের মাঝে চাউল, ডাল, আলু, তৈল, আলু, পিয়াজ. মোমবাতিসহ বিভিন্ন পন্য প্রত্যেক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি মাওলানা আবু সায়িদ আনসারী, বিশিষ্ট লেখখ, গভেষক ও সাংবাদিক সেলিম আওয়াল, চ্যানেল এস’র চীপ রির্পোটার ময়নুদ্দিন মঞ্জু, ফটো র্জানালিস্ট এসোশিয়েশ’র সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল বাতিন ফয়সল, গোয়ায়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, সাংবাদিক এসএম রাজু, ব্যবসায়ী সোহেল আহমদ, বিলাল উদ্দিন ও আব্দুল ওয়াহিদ, যুবনেতা নজরুল ইসলাম, তোফায়েল, সেলিম, শিক্ষক মাওলানা আব্দুল রহমান, আওয়ামীলীগ নেতা রাহেদ, শুকুর আলী, প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd