সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: গরীব দু:খী মানুষের দোরগোড়ায় আইনী সেবা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলে আমার বিশ্বাস কোন অসহায় মানুষই সরকারের এই মহৎ সেবা থেকে বঞ্চিত হবেনা।’
সুনামগঞ্জ জেলার ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান, প্যানেল আইনজীবি ও লিগ্যাল এইড কমিটির সদস্য এবং সাংবাদিকদের অংশ গ্রহনে এক সেমিনারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।’
‘‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।’
সংস্থার সভাপতি জেলা জজ শহীদুল আলম ঝিনুক আরো বলেন, আমরা সহজে বিনামুল্যে আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড’র মাধ্যমে দ্রত সেবা প্রদান করে যাচ্ছি। তার পরেও অনেক মানুষ লিগ্যাল এইড সম্পর্কে না জানার কারনে এবং দালালদের খপ্পরে পরে এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’ লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও গণমুখী করার লক্ষে উপজেলা প্রতিনিধি ও ইউনিয়ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে কীভাবে নির্যাতিতদের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দেয়া যায় সেই লক্ষে আমাদে সকলকে ব্যাপক ভাবে প্রচার-প্রচারনা চালানোর জন্য আন্তরিকতার সহিত কাজ করতে হবে।’
লিগ্যাল এইড অফিসার হাফেজ মো. হাবিবুল্লাহ মাহবুবের পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মো. জজ জাকির হোসেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, পিপি ড. খাইরুল কবির রোমেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অব:অধ্যক্ষ) বীর প্রতীক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, প্যানেল আইনজীবি স্বপন কুমার দাস ও জেলার বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd