সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে মা-বাবা ফাউন্ডেশন ট্রাস্ট এন্ড মেহরাব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ২৬ জুন মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ উছমান আলী চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাশির আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ আঙ্গুর আলী, জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক তাজ উদ্দিন এপলু, সমাজসেবী মোঃ আব্দুল হামিদ, ডাঃ মোঃ জহিরুল হক, মোঃ আনহার আলী, জাতীয় সাইবার পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক এস.এম শামীম আহমেদ, মোছাঃ জেসমিন আক্তার প্রমুখ।
ত্রাণ বিতরণ শেষে ট্রাস্টের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল মান্নান খানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন মোঃ উছমান আলী চেয়ারম্যান সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ উছমান আলী চেয়ারম্যান বলেন, এদেশের গরীব মানুষদের জীবন মান উন্নয়নে সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের খাদ্য সামাগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি মা-বাবা ফাউন্ডেশন ট্রাস্ট এন্ড মেহরাব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের মত গরীবের মানুষদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd