সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: বিল অনাদায়ের কারণে সিলেট রেল স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ। এতে করে রেল যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা রেল স্টেশনে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। যাত্রীরা জানিয়েছেন, রেলস্টেশনে বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরো স্টেশন অন্ধকার হয়ে আছে। ট্রেনের টিকেট ক্রয় করতে আসা একাধিক যাত্রী জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা টিকেট ক্রয় করতে পারছেন না। এতে করে তাদের যাত্রাতেও ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ বলেন, সিলেট রেল কর্তৃপক্ষের নিকট প্রায় ৫০ লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। বার বার তাগাদা দিয়েও তারা এই বিল পরিশোধ করতে না পারার কারণে আজকে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, সিলেট রেল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে অঙ্গীকার আসলে দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। প্রধান প্রকৌশলী আরো বলেন, যে সকল প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া হয়ে আছে সেই সব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নোটিস প্রদান করা হয়েছে। তারা যদি বকেয়া বিল পরিশোধ না করেন তবে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সেই সাথে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সরদার আজম মোহাম্মদ। সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক শহিদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মীরা এসে রেলস্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন করায় গোটা স্টেশন অন্ধকার হয়ে আছে। যাত্রীরাও রেলের টিকেট ক্রয় করতে পারছেন না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বকেয়া বিল পরিশোধের ব্যাপারে তিনি বলেন, আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে বিলটি পাশ হয়ে যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd