বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশ সাঁজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার করেছে। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার রামপাশা রোডের বাসিন্দা হাজী মকবুল হোসেন গাজীর ছেলে তাজুল ইসলাম ও একই উপজেলার হাবড়া বাজার এলাকার বাসিন্দা আলতাব আলীর ছেলে ডাক্তার কয়ছর উদ্দিন। আজসোমবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই পরিমল চন্দ্র শীলের নেতৃত্বে একদল পুলিশ লাকশাম থানা পুলিশের সহযোগিতায় সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় ৫টি সিআর মামলা রয়েছে।
অপরদিকে, থানার এএসআই তালেব আলী ও দীপক চন্দ্র সরকারের নেতৃত্বে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ডাক্তার কয়ছর উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় তিনটি সিআর মামলা রয়েছে।
সাঁজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
	
		Sharing is caring!