সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৮
এইচ.কে.শরীফ সালেহীন :: ভাঙাচোরা রাস্তায় চলাচলে দুর্ভোগ।থেমে থেমে বৃষ্টি যেন মানুষের চলার পথের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। তবুও উপচে পড়া ভিড় মানুষের। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির সারি। বাধ্য হয়ে গাড়ি দূরে রেখে সব বয়সী পর্যটক হেঁটে বেড়ানো শেষে ফিরছেন গন্তব্যে।
গত শনিবার ঈদের দিন থেকে শুরু সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম ফরেস্টে পর্যটকদের ভিড় গত রবিবার ও সোমবার ছিল বেশি। ঈদের ছুটিতে রাতারগুল সোয়াম ফরেস্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মোহ যেন এখনো কাটেনি। গত সোমবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বত্র পর্যটকদের পদচারণ দেখা গেছে।
গত তিন দিনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে রাতারগুলে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসু মানুষ ভিড় করে রাতারগুল সোয়াম ফরেস্ট বা মিটা পানির বন নামে পর্যটন এলাকায়। গতকাল সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাতারগুলে অবস্থান করে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের সঙ্গে আলাপে প্রকৃতির সৌন্দর্যের রাতারগুল সোয়াম ফরেস্ট বা মিটা পানির বন নামে খ্যাত রাতারগুলকে নিয়ে তঁদের নানা রকম উচ্ছ্বাস ও অনুভূতির কথা জানা যায়। তবে রাস্তাঘাটের ভাঙাচোরা অবস্থা ও বৃষ্টির জন্য অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা কলেজ ছাত্র ইমরান আহমদ চৌধুরী জানান ,“পাহাড়-টিলাঘেরা সিলেট যেন প্রকৃতির অপরূপ লীলাভূমি।এবারই প্রথম সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট দেখতে এসেছি আব্বু আম্মাুর সাথে। সময় আর সুযোগের অভাবে এতদিন এখানে আসা হয়নি।”এরই মধ্যে তিনি জাফলং থেকে ঘুরে এসেছেন। তবে ,হোটেলে সিট পেতে বিড়ম্বনা পোহাতে হয়েছে বলে জানান ওই কলেজ ছাত্র।
বগুড়া থেকে ২০ জনের একটি তরুণ দল সিলেটে ঘুরতে এসেছে। তারা সবাই কলেজ ছাত্র।কয়েকবার সিলেট দর্শনের পরিকল্পনা করেও হয়নি। তবে , এবারের সুযোগ হাতছাড়া করেননি তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা বলেন, ‘রাতারগুল প্রকৃতি যত সুন্দর ঠিক ততটুকুই খারাপ রাস্তা আর থেমে থেমে বৃষ্টি । এক কথায় সৌন্দর্য উপভোগে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান,‘ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বেশি হয়। তাই আমরা নিরাপত্তাও জোরদার করেছি। একদল পুলিশ রাতারগুলে ভ্রাম্যমাণ অবস্থায় নিয়মিত টহলে রয়েছে।’গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজীত কুমার পাল বলেন, ‘ঈদের ছুটি কাটাতে রাতারগুলে আসা পর্যটকদের কোনো অসুবিধা যাতে না হয়, সে জন্য পুলিশসহ প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd