রমজানে রুহ্ আফজার শরবত খেয়ে হাসপাতালে ৩০ নারী-পুরুষ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

রমজানে রুহ্ আফজার শরবত খেয়ে হাসপাতালে ৩০ নারী-পুরুষ

ক্রাইম সিলেট ডেস্ক : মুন্সীগঞ্জ জেলা সদরে পঞ্চসার ইউনিয়নের ঘাষিপুকুরপাড় এলাকায় জনৈক সোলায়মান শেখ এক ইফতার ইফতার মাহফিলের আয়োজন করেন । মাহফিলে ফুড পয়জনিং রুহ্ আফজার শরবত খেয়ে কম পক্ষে ৩০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন । অসুস্থদের মধ্যে বেশ সংখ্যক নারী ও শিশু রয়েছে । ১০ জুন রবিবার, সন্ধ্যায় পঞ্চসার ইউনিয়নের ঘাষিপুকুরপাড় এলাকায় জনৈক সোলায়মান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে । ভেজাল যুক্ত খাবারের সরবরহ ও ফুড পয়জনিং এর কারনে এ অপিতিকর ঘটনা ঘটেছে বলে ধারনা করা হয় । অসুস্থদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তাদের মধ্য অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পরে । আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানান,সোলায়মান শেখ ইফতার মাহফিলের আয়োজন করে মুসল্লিদের ইফতার করানোর জন্য দাওয়াত দেন । ইফতার খেয়ে কিছুখনের মধ্য অনেকে অসুস্থহয়ে পরে । এর পর একের পর এক মুসল্লিরা সবাই অসুস্থ হয়ে পড়েন । মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফজাল হোসেন পর্যবেক্ষণ করে জানান, ফুড পয়জনিংয়ের কারণে এটা হয়েছে।

হাসপাতালে ভর্তি আব্দুল করিম (৪৮) ও আরও অনেকেই বলেন, ‘রুহ্ আফজার শরবত খাওয়ার পরই মাথাটা ঘুরতে শুরু করে । এরপর আমরা কেউ আর ইফতার করতে পারছিলাম না । কিছুক্ষণ পর অজু করে নামাজে দাঁড়ানোর আগেই অসুস্থ হয়ে পরি , বমি আর পাতলা পায়খানা শুরু হয় । আমি একটু কম খেলেও অন্য সবাই খালি পেটে অনেকটা খেয়েছেন । যারা একটু বেশি পরিমানে খেয়েছে তাদের অবস্থা বেশি আসংখাজনক ।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..