হাসপাতালে ভর্তি আব্দুল করিম (৪৮) ও আরও অনেকেই বলেন, ‘রুহ্ আফজার শরবত খাওয়ার পরই মাথাটা ঘুরতে শুরু করে । এরপর আমরা কেউ আর ইফতার করতে পারছিলাম না । কিছুক্ষণ পর অজু করে নামাজে দাঁড়ানোর আগেই অসুস্থ হয়ে পরি , বমি আর পাতলা পায়খানা শুরু হয় । আমি একটু কম খেলেও অন্য সবাই খালি পেটে অনেকটা খেয়েছেন । যারা একটু বেশি পরিমানে খেয়েছে তাদের অবস্থা বেশি আসংখাজনক ।’