বিশ্বনাথ প্রতিনিধি :: প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার করেছে সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। রবিবার উপজেলার পুরান বাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিইউজে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় অংশ নেন বিশ্বনাথ প্রেসকাব (একাংশ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রেসকাব (অপরাংশ) যুগ্ম সম্পাদক এনামুল হক মামুন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসকাব (একাংশ) সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসকাব (অপরাংশ) প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, প্রেসকাব সদস্য মো: আবুল কাশেম, আবদুস সালাম, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য মাশুক নাঈম, কামরুল আশিকী, ফটো সাংবাদিক জাহেদ খান, শফিকুল ইসলাম সফিক ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন প্রমুখ।
Sharing is caring!