সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৮
সিলেট ডেস্ক :: গোলাপগঞ্জে রহিমা রাফিয়া জন কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার দোয়া ও দুঃস্থ মহিলাদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও শাড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল (৮ জুন) শুক্রবার সংস্থার সভাপতি রহিমা সুলতানার সভাপতিত্বে ১ শত জন দুঃস্থ মহিলাদের মাঝে আসন্ন ঈদের খাদ্য সামগ্রী ও শাড়ি বিতরণ করা হয়। পরে উপজেলার বারকোট গ্রামে ফরিজ উদ্দিন জাবালে নূর ইসলামীক ফাউন্ডেশনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন বারকোট আল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল আহাদ। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওঃ আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক মেম্বার হাজী নেজাম উদ্দিন আহমদ চৌধুরী, ছালেহ আহমদ, ব্যাংকার নাজমুল হুদা, গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক জালাল আহমদ চৌধুরী, কার্য নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, মাওঃ আব্দুল জলিল, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম. জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অহিদুর রহমান, সাংবাদিক জাহিদ উদ্দিন, রুবেল আহমদ, হাফিজ ছালেহ আহমদ, তরুন সমাজসেবী লিমন আহমদ, মোঃ সহিদুল আহমদ, আশফাক আহমদ প্রমূখ।
উল্লেখ্য রহিমা রাফিয়া জন কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের শুরুতে গরীব ও দুঃস্থদের মাঝে ৩০০ পরিবারের মধ্যে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ১০টি পরিবারকে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
রহিমা রাফিয়া জন কল্যাণ সংস্থার মাধ্যমে ফরিজ উদ্দিন চৌধুরী ও রাফিয়া উদ্দিন বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের মাঝে সর্বাত্মক সাহায্য ও সহযোগীতা করে আসছেন বলে সংস্থার সভাপতি রহিমা সুলতানা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd