সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮
বৃহস্পতিবার (০৭ জুন) বিকাল ৬টার দিকে উপজেলার মহলাল এলাকায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার টেংরা ইউনিয়নের আদিনাবাদ গ্রামের মৃত আশরফ উল্ল্যার ছেলে আব্দুল লতিফ বৃহস্পতিবার বিকালে একই উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় মৌলভীবাজার থেকে আসা অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করা যায়নি। নিহতের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তাদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd