সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ৫, ২০১৮
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ডিজিটাল রুপ হচ্ছে অনলাইন। পূর্বে আজকের খবর আগামীকাল পাওয়া যেতো। এখন মুহুর্তের খবর মুহুর্তে পাওয়া যায়। যুগ এখন অনলাইনের। সাপ্তাহিম ক্রাইম সিলেট পত্রিকাটি অনলাইনেও চমক দেখিয়েছে। সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে ক্রাইম সিলেট। সমাজের ঘটে যাওয়া সকল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠসর হলো ক্রাইম সিলেট। তিনি ক্রাইম সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাপ্তাহিক ক্রাইম সিলেটের উদ্যোগে গতকাল মঙ্গলবার (৫ জুন) নগরীর আম্বরখানার একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রাইম সিলেটের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাইম সিলেটের সম্পাদক আবুল হোসেন। এসময় তিনি ক্রাইম সিলেটের ইফতার মাহফিলে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বলেন, আপনাদের সাহায্য সহযোগীতায় ক্রাইম সিলেট এগিয়ে যাবে। সমাজের সকল অনিষ্ট সাধনের বিরুদ্ধে ক্রাইম সিলেট সোচ্ছার আছে, থাকবে। আগামীতে ক্রাইম সিলেটের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান ও জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন, নবদূত ফোরামের সভাপতি একেএ রফিকুজ্জামান, ক্রাইম সিলেটের বার্তা সম্পাদক আজিজুর রহমান, দৈনিক সিলেটের দিনকাল ও শীর্ষখবর’র স্টাফ রিপোর্টার এম. শামীম আহমদ, দৈনিক সিলেটের দিনরাতের স্টাফ রিপোর্টার মিসবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমীর হোসেন সাগর, সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এটিএম ফয়ছল, সিলেট৭১ নিউজের সম্পাদক তাহের আহমদ, সুরমা মেইলের নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদ, সিলেটের দিনকালের জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হাসান, রোটারিয়ান মামুন পারবেজ, সাংবাদিক রিয়াজুল ইসলাম , ক্রাইম সিলেটের রিপোর্টার রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার কামরুল হাসান, স্টাফ রিপোর্টার রুহেল চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন, স্টাফ রিপোর্টার আলিম উদ্দিন, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক রায়হান আহমদ, মানবআধীকার কর্মী মস্তাক আহমদ, এড. জাকারিয়া, রিপোর্টার জসিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শিপলু আহমদ, ক্রাইম সিলেটের স্টাফ রিপোর্টার শরীফ সালেহীন, আলেক আহমদ, শিমুল আহমদ, সুমা বেগম, হাবিবুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত করেন সাংবাদিক মাওলানা আব্দুর রহিম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd