সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
সিলেট :: আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলা শাখার পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সুজন, সিলেট জেলা শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিম, জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, হাসিনা মহিউদ্দিন, লক্ষীকান্ত সিংহ, ফয়সল আহমদ বাবলু, আামিনুল ইসলাম, আহসানুল হক, আমিন তাহমিদ, তামান্না আহমেদ, মিজানুর রহমান, কাওছার আহম্মদ, কয়েছ আহমদ , কামাল আহমেদ, মারুফুজ্জামান, দিলোয়ার হোসেন, রুপক দে, বদরুল আহমেদ, আখলিমা আক্তার, ইমরান উদ্দিন, ইউসুফ আলী, আতিউর রহমান, এ মুইদ চৌধুরী, সালেহ আহম্মেদ, আফজাল হোসেন, নজমুল হোসেন, ইকবাল হোসেন, শ্যামা নন্দ দাস, আব্দুল আলীম, মমিনুল হক ফাহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘জনগণের এখন একটাই দাবি- অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন। তাই সুজনের সকল সদস্যকে সতর্কভাবে কাজ করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটির সদস্যদের জাগাতে হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে দেশের গনতন্ত্র আরো শক্তিশালী হবে।’
সভায় প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান, প্রার্থীদের দাখিল করা তথ্য ভোটারদের মধ্যে তুলে ধরা, লোকসংগীতের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিতকরণে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd