সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দখলে সিলেট রেলওয়ে ষ্টেশন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আরো পেরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট সদস্যরা। নানা কৌশলে তারা হাতিয়ে নেয় সিংহভাগ রেল টিকেট। পরে চড়া দামে বিক্রি করে যাত্রীদের কাছে। টিকেট সংশ্লিষ্ট কতিপয় অসাধু কর্মকর্ত কর্মচারী ও জিআরপি পুলিশকে হাত করেই এ সিন্ডেকেট চালিযে যাচ্ছে তাদের রমরমা কালোবাজারী ব্যবসা। রেলওয়ে গোয়েন্দা এবং নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে কালোবাজারীদের দমনে তৎপরতা চালিয়ে গেলেও সিন্ডিকেট সদস্যরা তাদের চোঁখ ফাকি দিতে পারদর্শী।শনিবার (২রা জুন)রাত ৮টায় রেলওয়ে নিরাপত্তা ও গোয়েন্দা সদস্যদের হাতে ধরা পড়ে টিকেট কারোবাজারী সিন্ডিকেটের এক সদস্য। তার নাম মো. আলমগীর হোসেন (৩২)। তার কাছ থেকে ইন্টারসিটি উপবন এক্সপ্রেসের ১১টি টিকেট উদ্ধার করা হয়েছে। এসময় তার সহযোগী সিন্ডিকেটের অপর সদস্য দৌড়ে পালিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেথা পর্যন্ত আটক কালোবাজারী আলমগীরকে রেলওয়ে নিরাপত্তা অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে রেলওয়ে টিকেট কারোবাজারীদের গডফাদারসহ অন্যান্য সদস্যদের নাম সংগ্রহ করেছে রেলওয়ে নিরাপত্তা সদস্যরা। তবে তাকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী চক্র তৎপর রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd