সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিইসরায়েলি সেনাসদস্যকে চড় মারার ঘটনায় ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিচার ইসরায়েলির একটি সামরিক আদালতে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় তাকে অফার নামের একটি সামরিক ঘাঁটির ওই আদালতে হাজির করা হয়।
১৭ বছর বয়সী তামিমির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, সহিংসতায় উসকানি দেওয়াসহ ১২টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে। গতকাল মামলার শুনানি শুরু হলে সেখানে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
২০১৭ সালের ৮ ডিসেম্বর ফিলিস্তিন-ইসরায়েল সেনাদের মধ্যে সংঘর্ষ চলাকালে দখলদার ইসরায়েলি সেনাদের কাছে গিয়ে একজনের গালে সপাটে চড় বসিয়ে দেয় তামিমি। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল রূপ নেয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd