গণতন্ত্রের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব : বিশ্বনাথে গয়েশ্বর

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

মো: আবুল কাশেম, বিশ্বনাথ : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে গণতন্ত্রের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে তার গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে দলাদলি রাখবেন না। যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে আমাদের ডাকবেন। আমরা আপনাদের পাশে থাকবো।

গয়েশ্বর বলেন, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা একসময় রাজনীতি করতেন। ইলিয়াস আলী থাকায় তিনি রাজনীতিতে আসেননি। তাঁর (ইলিয়াস আলীর) অবর্তমানে লুনাকে আবার রাজনীতিতে আসতে হয়েছে। এ ক্ষেত্রে তাকে সবাই সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ইলিয়াস আলীর সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে, কোথাও আনন্দের কোথাও ব্যথার। আবার কোথাও সংগ্রামের। সেই স্মৃতি ধরে রাখতে হলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বর্তমান স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশ আগে। দেশ থাকলে গণতন্ত্র থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হোসেন জীবন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহার শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মোতালিব খান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, জেলা বিএনপির সদস্য আবদুল মুমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল কুদ্দুছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোনায়েন খান, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, বিএনপি নেতা ফরিদ মিয়া, আলা উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ আলতাব আলী, সাংগঠনিক সম্পাদক আবদুস শহিদ মেম্বার, অলংকারি ইউনিয়ন বিএনপির জাহিদ ইসলাম বজলু সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, সাংগঠনিক মোজাহিদ আলী, বিএনপি নেতা আ.স.ম নুরুল ইসলাম, ইউনুছ মেম্বার, শাহিন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়া, মুসলিম মিয়া, আবদুল লতিফ, যুবদল নেতা আবু সুফিয়ান, হাসমত আলী, শাহিদুর রহমান রাজু, লাকি মিয়া, মছব্বির, রাজন, ইসলাম, নজির, সুমন, জাহেদ, আফিজ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, মুহিবুর রহমান মাহবুব, আশিকুর রহমান রানা, তাজ উদ্দিন, ফয়জুল ইসলাম, সেচ্ছাসেবকদল নেতা আমির আলী, জেলা ছাত্রদল নেতা নেছার আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শাহ আমির উদ্দিন, জিল্লুর রহমান জিলু, শাহজাহান, জুবেল আহমদ, কিরণ বৈদ্য, ছাত্রদল নেতা আলেক্স মিয়া, নাজিম উদ্দিন, সুলতান খান, আজাদ, আবদুল মুমিন, এনাম, হিরা, শিমুল আহমদ, আবদুল কাইয়ুম, দিলোয়ার, ওয়াসিম, দুলাল, আজিজুল, হামিদ শিকদার, জয়নাল খান, আলম খান, সুহেল মিয়া, ছোরাব, সোহাগ, বাবলিন, ফখরুল ইসলাম রেজা, বকুল, মোক্তাকিম, ফয়জুল ইসলাম, কাইয়ুম, সোহাগ, দিলোয়ার হোসেন সজিব, দিলোয়ার, হেলাল, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ, কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ, মামুন,আছকির আলী, শাহ ফয়ছুল আহমদ, আবু তাহের প্রমুখ।

এসময় নিখোঁজ ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর মা ও স্ত্রী উপস্থিত ছিলেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..