সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গ্রামের সাংবাদিক রমজান আলীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মনিরুজ্জামান মনির ওরফে মনির মেম্বারকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মনির বড়ইয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের (চল্লিশ কাহনিয়া) বর্তমান মেম্বার। মঙ্গলবার গভীর রাতে এএসপি সার্কেল (রাজাপুর-কাঠালিয়া) মো. মোজাম্মেল হোসেন রেজা’র নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তমপুর গ্রামের মামুন মেম্বারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় বড়ইয়া ইউনিয়ন পরিষদের মেম্বর মামুনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে, পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। মৃত আতাহার আলীর ছেলে মনির বড়ইয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, গ্রেপ্তারকৃত মনিরকে আজ বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
অভিযোগ রয়েছে, মনির মেম্বার বড়ইয়া ইউনিয়ন আ’লীগের এক নেতা ও এক ইউপি সদস্যের শেল্টারে এলাকায় মাদক ব্যবসা, চুরি, দখল বানিজ্য ও লুটপাটের রাজত্ব কায়েম করে আসছিলো। গত ২৭শে জুন সকালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মোকাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক রমজান আলী বাড়িতে এলে তাকে ও তার ছোট ভাই বরকত বাজার থেকে বাড়ি যাওয়ার পথিমধ্যে ইউপি সদস্য মনিরের নেতৃত্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে। এ ঘটনায় রমজান আলীর ভাই অপর ছোট ভাই আরিফ ২৮শে জুন বাদী হয়ে মনির মেম্বারসহ ৮ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় মনিরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd