সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:07 PM, December 27, 2017
Sharing is caring!
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনকালে জাহাঙ্গীর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর টিলা মালিক ও শ্রমিকরা পলাতক রয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ইসামপুর ইউনিয়নের হাদা-টিলা গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হাদা-চানপুর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলপ্রার্থী। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিননগর গ্রামের আফিজ আলীর ছেলে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া জানান, টিলা কেটে টলিতে পাথর পরিবহনের সময় অসাবধানতা বশত ছিটকে পড়ে শিশুটির মৃত্যু হয়।
………………………..
Design and developed by best-bd