সিলেট ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইউনিয়নের সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এম. শামীম আহমেদ বলেন, সাংবাদিক সমাজ আজ কোথাও নিরাপদ নয়। সাংবাদিকদের আজ সব জায়গায় শারীরিকভাবে যেমন নির্যাতন লাঞ্চনার শিকার হচ্ছি, তেমনি এখন আমাদের বাসা-বাড়িতেও হামলা হচ্ছে। পরিবারের মহিলা সদস্য, এমনকি সন্তানদের উপরও হামলা-নির্যাতন হচ্ছে। আতাউর রহমান আতা সিলেটের একজন প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক। একটি শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করতে দেখে তিনি প্রতিবাদ করায় তার বাসায় হামলা করে সন্ত্রাসীরা ভাংচুর করেছে। এমনকি তার প্রতিবন্ধী সন্তান এবং বাসার মহিলাদের গায়ে হাত তোলার স্পর্ধা ও দেখিয়েছে তারা।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করায় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd