সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন- আমরা দেশে ব্যাপক উন্নয়ন করেছি। আগামী ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি। যোগাযোগ-স্বাস্থ্য সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি আমরা।
তিনি বলেন- সকল কাজে নারীকে অংশীদার করতে হবে। তাহলে আমাদের সফলতা আসবে। নারীকে ঘরে বসিয়ে রাখার দিন শেষ। তিনি আরও বলেন, ইসলাম ধর্মের প্রধান দেশ সৌদি আরবের নারীরাও এখন ঘর থেকে বের হয়ে বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করেছেন। বাংলাদেশে একটি চক্র আছে যারা উন্নয়ন গামী নারীকে পায়ে শিকল দিয়ে ঘরে বসিয়ে রাখনে চায়। এ চক্র থেকে সাবধান থাকতে হবে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরপুরে এনজিও সংস্থা আরপিডাব্লিউএস’র বাস্তবায়নে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ৪০ জন উপকার ভোগীদের মাঝে ৪০টি ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় এনজিও সংস্থা আরপিডাব্লিউএস’র নির্বাহী পরিচালক মাও. নাজিম উদ্দিনের সভাপতিত্বে, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর মিনা রাণী পাল, এনজিও সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, এনজিও মেডিকো’র মনিরুজ্জামান সহ প্রমূখ।
পরে ৪০ জন উপকার ভোগীদের মাঝে ৪০টি ভেড়া বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd