সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে প্রবাসীর স্ত্রী ও দু’সন্তানের রহস্যজনক তিন জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধুর চাচাতো ভাই ইমরান আলী বাদী হয়ে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেন। মালা দায়েরর পরপরই তিন মহিলাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- নাসির (২৪), আলি জান (৪২) মনোয়ারা (৫২)।
বড়লেখা থানার ওসি শহিদুর রহমান গ্রেপ্তারও মামলার বিষয় নিশ্চিত কেরেছেন।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউছুফ জানান, ঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এ সূত্র থেকে হত্যা কাণ্ডা ঘটতে পারে। তবে আরও নিখুঁতভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, নিহতের স্বামী আকামত আলী কাতার থেকে দু’এক দিনের মধ্যে দেশে আসছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় ও শিশু-পুত্রকে মেঝেতে মৃতদেহ লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাতারপ্রবাসী আকামত আলীর স্ত্রী নিহত মাজেদা প্রতিদিন বাড়ির প্রায় একশ’ গজ দুরের নির্মাণাধীন ঘর নির্মাণকাজ তদারকি করেন। প্রতিদিনই তিনি মিস্ত্রিদের সহযোগিতা করতেন। মঙ্গলবারও তিনি বসতবাড়ি ও নির্মাণাধীন ঘরের স্থানে যাওয়া-আসা করছিলেন। বিকাল সাড়ে চারটার দিকে দিবাংশু নামের এক মিস্ত্রি সিমেন্ট নিতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। এরপর ডাকাডাকি করেও দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে মাজেদাসহ মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে লোকজনকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে এসে মা ও মেয়ের ঝুলন্ত লাশ ও মেঝে থেকে শিশুপুত্রের লাশ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন- কাতারপ্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), মেয়ে লাবনী বেগম (৫) ও ছেলে ফারুক মিয়া (৩)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd