সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুরে রাস্তা বিহীন কালভার্ট
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি কালভার্টের এপ্রোচে মাটি না থাকায় দীর্ঘ এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাস্তা বিহীন কালভার্টটি জনগণের কোন কাজে আসছে না। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের সীমানায় অবস্থিত ইসলামপুর আলখানারপাড় গ্রাম। এ গ্রামের একটি খালে গত বছর বিএডিসি কর্তৃক একটি কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণ করা হলেও এপ্রোচে মাটি ফেলা হয়নি। যে কারণে দীর্ঘ এক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
শুক্রবার সরজমিনে দেখা যায়, রাস্তা বিহীন কালভার্টের নিচ দিয়ে স্থানীয় জনগণ চলাচল করছেন। এছাড়া জগন্নাথপুর স্লুইচগেইট এলাকা থেকে প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তার নাজুক অবস্থার কারণে যুগযুগ ধরে অত্র অঞ্চলের জনগণ ভোগান্তির শিকার হয়ে আসছেন।
এ ব্যাপারে ইসলামপুর আলখানার পাড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল বলেন, জনপ্রতিনিধি সহ কেউ কথা রাখেনি। এ গ্রামের উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। তবে অচিরেই জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ইউনিয়ন পরিষদ ও বিএডিসির অর্থায়নে এ কালভার্টের এপ্রোচে মাটি ভরাট কাজ শুরু হবে তিনি নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd