সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
ক্রাইম ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুমারী ছন্দা রানী (১৮) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ মহিলা কলেজের স্মাতক দ্বিতীয় বর্ষেরছাত্রী এবং পৌর এলাকার চক গোবিন্দ গ্রামের সুনীল চন্দ্র সরকারের মেয়ে।সুনীল চন্দ্র সরকার বলেন, তার মেয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি।এরপর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও তাকে ও পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, মেয়েকে খুঁজে পেতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন সুনীল চন্দ্র সরকার।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি থানা ডায়েরি ভুক্ত করা হয়েছে। ছন্দারানীকে পেতে তার ছবিসহ দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। শিগগিরই তাকে খুঁজে পাওয়া যাবে বলে জানান ওসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd