সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭
গাজীপুর প্রতিনিধি : ইউএনও রেহানার কোলে নবজাতক
গাজীপুরের শ্রীপুরে মামা কর্তৃক ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী (১৩) কন্যা সন্তান প্রসব করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই ফুটফুটে বাচ্চা জন্ম নেয়।
নির্যাতিতার বাবা জানান, দুপুরে তার মেয়ের ব্যাথা শুরু হয়। রাতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন।
চিকিৎসক ইসরাত জাহান জানান, হাসপাতালে আনার পর শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সে স্বাভাবিকভাবে প্রসব করে।
হাসপাতালে আনার পর থেকে ইউএনও সার্বক্ষণিক নবজাতক ও তার মায়ের খোঁজ রাখছেন। তিনি নবজাতককে নতুন জামাও কিনে দিয়েছেন।
ইউএনও রেহেনা আকতার জানান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্যাতিতার চিকিৎসা, আইনি সহায়তা, শিক্ষা ও ভরণপোষণসহ সব দায়িত্ব নেওয়া হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ওই ঘটনায় তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের হুমায়ুন কবির ও আমান উল্লাহর বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার মা।
এর মধ্যে হুমায়ুন নির্যাতিতার আপন মামা ও আমান উল্লাহ হুমায়ুনের খালাতো ভাই।
গত ১৯ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে হুমায়ুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd