সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
শাহ অালম, গোয়াইনঘাট থেকে : ৩৬০ আউলিয়ার দেশ পূণ্যভুমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে হযরত মালুম শাহ নামের একটি মাজার উচ্ছেদ করেছে স্থানীয় জনতা। গত ২৮ নভেম্বর মঙ্গলবার স্থানীয় জাফলংয়ের ধর্মপ্রাণরা ঐক্যবদ্ধ হয়ে কথিত পীরের মাজারটি উচ্ছেদ করেন।
জানা যায়, জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় হঠাৎ করেই বণ বিভাগের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টায়
কথিত পীর মালুম শাহ’র নামে একটি মাজার স্থাপন করেন মোহাম্মদপুর গ্রামের কবির মিয়া। এ নিয়ে এলাকার ধর্মপ্রান মুসল্লীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। আলোচিত, সমলোচিত এ মাজারটি অপসারনের জন্য গত ১০ নভেম্বর ২০১৭ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারক লিপি ও প্রদান করেন এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী ও কবির মিয়ার মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছিল। স্থানীয়রা বিষয়টির কোন সুরাহা না পেয়ে ঐক্যবদ্ধ হয়ে গত মঙ্গলবার নিজেরাই মাজারটি গুড়িয়ে দেন।
পূর্ব জাফলং খাদিমুল কোরঅান পরিষদের সম্পাদক জিয়াউর রহমান কাউসার বলেন কথিত মাজার নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে একাধিক বার বৈঠক করেও কোন ফয়সালা না হওয়ায় স্থানীয় ধর্মপ্রানঘণ ঐক্যবদ্ধ হয়ে মাজারটি উচ্ছেদের উদ্দোগ গ্রহণ করে। গত মঙ্গলবার হাজারো মুসলিম ধর্মপ্রান স্থানীয় মোহাম্মদপুরে কবির মিয়ার বাড়ির পাশে মাজারটি উচ্ছেদ করতে ঐক্যবদ্ধ হলে সকলের সামনে কবির মিয়া স্বীকার করেন এখানে কোন কবর নেই, শুধু মাত্র অামার স্ত্রীর দেখা স্বপ্নের বিত্তিতে এখানে অামরা মাজার স্থাপন করি।
এখানে কোন মাজার নেই মর্মে কবির মিয়া স্বীকার করার পর স্থানীয়রা মাজারটি বেঙ্গে গুরিয়ে দেয়।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির জানান স্থানীয় মোহাম্মদপুরে মালুম শাহ মাজার নামে একটি মাজার তৈরী হয়েছিল। এই মাজার নিয়ে এলাকায় অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় এলাকাবাসী মাজারটি নিজস্ব উদ্দোগে উচ্ছেদ করেছে বলে অামি শুনেছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd