সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
গোয়াইনঘাট উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রজেক্টের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ২০১৭ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুর ১২টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম কো-অডিনেটর নুরে-আলম সিদ্দীকি’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের বই হস্তান্তর’র উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যূত সমিতি ২-এর চেয়ারম্যান নিত্যানন্দ দাশ, সাংবাদিক ইলিয়াছ আকরাম প্রমুখ।
সেরা প্রতিষ্টান হিসেবে নির্বাচিত হয় কোওরবাজার উচ্চ বিদ্যালয়, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয় ও দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয়। সেরা সংগঠক নির্বাচিত হন কোওর বাজার উচ্চ বিদ্যালের শিক্ষক মোহাম্মদ মানিক উদ্দিন, গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন হেলালী, বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল হাসান ও পশ্চিম জাফলং দাখিল মাদ্রাসার শিক্ষক সাকিরা বেগম। প্রত্যেক সংগঠককে সম্মাননার সনদপত্র ও চার হাজার টাকার মূল্যমানের পে-অর্ডার প্রদান করা হয়। অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সালের পুরস্কারের বই ও ২০১৮ সালের কর্মসূচির উপকরণ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তবে ইউএনও বলেন পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে, আগামী বছর যাতে প্রতিষ্ঠানের সব ছাত্রছাত্রী কর্মসূচিতে অংশগ্রহণ করে আরও বেশি বেশি পুরস্কার পায় তার জন্য উপস্থিত সবাইকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, চলতি বছরের ২১ সেপ্টেম্বর ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির ৯৩৯৪ জন তালিকাভূক্ত সদস্যের মধ্যে ৫৬৯৪ জন ছাত্রছাত্রী ম্ল্যূায়ন পরীক্ষায় অংগ্রহণ করে ও পরীক্ষায় ১৬৩৩ জন পুরস্কার বিজয়ী হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd