সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:27 PM, December 2, 2017
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহবাহী বিমান সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আজ সকাল ১১টা ২৪ মিনিটে মেয়রের লাশ বহনকারী যাত্রীবাহী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। কিছুক্ষণ যাত্রাবিরতির পর দুপুর ১২টা ১৯মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে এবং ১২টা ৪১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটে ফ্লাইটটি পৌছার পর কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে বেলা ১২টা ১৯ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টা ৪১মিনিটে অবতরণ করে।
মেয়র আনিসুল হকের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে গতকাল যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
………………………..
Design and developed by best-bd