সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীণ কাঁচপুরস্থ সিনহা গার্মেন্স এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বিএসআরএম কোম্পানীর রডসহ একটি বড় ট্রাক যার রেজিঃ নং- চট্টমেট্রো-ট-১১-৭২৫২ দুর্বৃত্তরা ছিনতাই করে সিলেটের উদ্দেশ্যে নিয়ে আসে। জিপিএস টেকিং এর মাধ্যমে জানা যায়, ছিনতাই হওয়া রড বোঝাইকৃত ট্রাকটি শাহপরাণ (রহ:) থানাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের আশ-পাশে অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে শাহপরাণ (রঃ) থানার সহকারী পুলিশ কমিশনার, মোঃ ইসমাইল পিপিএম বার, অফিসার ইনচার্জ,আখতার হোসেন, এসআই/মাসুদ রানা, এসআই/শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০ টন রডসহ ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাক ছিনতাইয়ের সাথে জড়িত মোঃ তৌহা মিয়া @ শাওন (৩০) পিতা-মৃত নূরুল হক, সাং-রূপসী, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মামলা নং-৩৬ তারিখ-২৩/১১/১৪খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ, ২। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মামলা নং-৪৬ তারিখ-৩০/১১/১৪খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ ও ৩। ডিএমপি যাত্রাবাড়ী থানার মামলা নং-৫৭ তারিখ-১৮/০৯/১৫খ্রিঃ ধারা-১৪৩/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/১০৯/১১৪/৩৪ দঃ বিঃ বিচারাধীন আছে।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, তার পূর্বের কেইস পার্টনার মোঃ আনিস মিয়া (২৭) পিতা-মৃত তারা মিয়া, সাং-সোনাব, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ উক্ত রড ভর্তি ট্রাকটি নরসিংদী জেলার পাঁচদোনা গোলচক্কর নামকস্থানে তাহাকে ও তাহার বন্ধু অন্তর (২৪) পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- মাধবদী, জেলা- নরসিংদীদ্বয়কে বুঝাইয়া দেয় এবং ট্রাকটি সিলেট পৌছিয়ে দেওয়ার জন্য বলে। ৫,০০০/- টাকা পারিশ্রমিক দিবে তন্মধ্যে ১০০০/- টাকা নগদ দেয়। সে গত-২৫/১১/১৭খ্রিঃ তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় উক্ত রড বোঝাই ট্রাকটি পাঁচদোনা নরসিংদী হতে চালিয়ে গত-২৫/১১/১৭খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় সে ও অন্তর ট্রাকটি নিয়া সিলেট শহরস্থ কালিঘাট এলাকায় আসে। কালিঘাট এলাকায় তাহার কেইস পার্টনার মোঃ নজরুল ইসলাম (৩৮) পিতা- মৃত জয়নাল, সাং- দিঘীরপাড়, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ-এর সাথে দেখা হয়। সে রড বোঝাই ট্রাকটি শাহপরাণ(রহ:) থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন গ্যারেজের সামনে শেখ ফজিলাতুননেছা মহিলা হোষ্টেলে যাওয়ার কাচা রাস্তার উপর নিয়া যেতে বললে, তথায় নিয়া যায় এবং লেবার দ্বারা রড আনলোড করার সময় পুলিশ খবর পেয়ে তথায় উপস্থিত হলে, অন্যান্যরা পালিয়ে যায় এবং পুলিশ তাকে ধৃত করে। তার তথ্য মোতাবেক অন্তর ও নজরুলকে গ্রেফতার করার জন্য সিলেট শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। অদ্য-২৬/১১/২০১৭খ্রিঃ তারিখ ধৃত আসামী মোঃ তৌহা মিয়া @ শাওনকে শাহপরাণ(রহ:) থানার সাধারণ ডায়েরী নং-১২৩২ তারিখ-২৫/১১/১৭খ্রিঃ, ধারা- ফৌঃ কাঃ বিঃ ৫৪(১) মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। ধৃত আসামী একজন কুখ্যাত গাড়ী ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মামলা রুজুর কার্যক্রম চলছে বলে পুলিশ সূত্র জানায়।
………………………..
Design and developed by best-bd