সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতাঃ গোয়াইনঘাটে খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীনবস্থায় ১জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সিওমেক হাসপাতালে গুরুতর আহত উপজেলার ফুলেরগ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র বদর উদ্দিন (৪০) মারাযান।
এঘটনা বিলাল উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং (২৩) তাং-২৪-১১-১৭। উল্লেখ্য যে গত ১৬-১১-১৭ইং সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি খাল দখলকে কেন্দ্র করে লাফনাউট ও ফুলের গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হন। উপজেলার আলীরগাঁও ইউনিয়নের মায়াবনের তীরে খয়রতিখাল (হিদাইরখাল) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিৎ কুমার পাল ও থানার অফিসার ইনর্চাজ মোঃ দেলওয়ার হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ফুলের গ্রাম এলাকায় খয়রতি খাল নামে একটি জলমহাল রয়েছে। যে খালটি দীর্ঘদিন ধরে ওই গ্রামের লোকজন ভোগ দখল করে আসছিল। কিন্তু বেশ কিছু দিন ধরে পার্শবর্তী লাফনাউট গ্রামের লোকজন খালটি দখলের চেষ্টা করে আসছে। এরই সুত্র ধরে ঐদিন লাফনাউট গ্রামের কয়েক শতাধিক লোকজন খালটির দখল নিতে যায়। এসময় ফুলের গ্রামের লোকজন বাঁধা দিলে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd