সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি বিছনাকান্দিতে আগামী সপ্তাহ থেকে সনাতন পদ্ধতিতে চলবে পাথর উত্তোলন কার্যক্রম। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রমে কোন ধরনের বাধা না থাকায় পাথর ব্যবসায়ীরা কোয়ারিতে পাথর উত্তোলনের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার বাজার মাঠে এ উপলক্ষে বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি সাধারণ সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় সংগঠনের সাড়ে ৪ শতাধিক সদস্য সভায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, সংগঠনের উপদেষ্টা এম.এ হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, মজম্মিল আলী, সাংগঠনিক সম্পাাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ্য ইউনুছ আলী, আব্দুল মজিদ সরকার, আব্দুল মনাফ, ফুল মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd