সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : গোয়ানঘাটে কিশোরী স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। তার নাম সাথী বেগম (১৭)। তিনি উপজেলার পশ্চিম জাফলং ই্উনিয়নের চিতারাই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সাথী দশম শ্রেণিতে লেখা-পড়া করছিলেন।
গোয়ানইঘাট থানা পুলিশ ও সাথীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকালে তিনি যথারীতি ঘুম থেকে উঠে স্বাভাবিক কাজকর্ম করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তার শোবার ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান লায়লিলেনের রশিতে তিনি ঝুলছেন।
তারা তাকে দ্রুত গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এসআই জুনেদকে হাসপাতালে পাঠান। তিনি সাথীর লাশ পোষ্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেছেন।
সাথী আত্মহত্যা করেছেন বলেই সবাই প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এখনও তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd