বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৩৭

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭

ক্রাইম সিলেট ডেস্ক : বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আজ মঙ্গলবার সকালে নারী ও শিশুসহ ৩৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি বরিশাল, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে নারী ও শিশুসহ কয়েকজন বাংলাদেশে অনুপ্রবেশ করছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদিপুর ও দৌলতপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১১ নারী ও সাতজন শিশুসহ ৩৭ জনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লি শহরে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

কমান্ডিং অফিসার আরো জানান, এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে  মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..