সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় গ্রামের পাকা রাস্তার উপর থেকে ইয়াবাহসহ মনির হোসেন বাঙালীকে আটক করে র্যাব-৯।
র্যাব জানিয়েছে- মনির হোসেন জেলার জৈন্তাপুর থানা এলাকায় একজন সক্রিয় মাদক ব্যবসায়ী।
অভিযানের সময় মনির হোসেন এর নিকট থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রিয়লব্ধ নগদ ৪ হাজার ৭০ টাকা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd