সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক: বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল আসছে চট্টগ্রামে। আগামী রবিবার (১৯ নভেম্বর) থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে।
গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশেষায়িত বিমানটি চট্টগ্রাম আসে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের গ্লোবাল মেডিকেল ডিরেক্টর ডা. জনাথন লর্ড, ফ্লাইং আই হসপিটালের ডিরেক্টর জে বার্গিজ ও কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।
অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণ এবং ন্যাশনাল আই কেয়ার ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় হাসপাতালটি দেশে দশম বারের মতো এবং চট্টগ্রামে চতুর্থবারের মতে সেবা দিতে আসছে। এবার আটটি বিভাগে ৩১৫ জন চক্ষু বিশেষজ্ঞ, নার্স ও বায়োমেডিক্যাল টেকনেশিয়ানকে প্রশিক্ষণ দেবে অরবিস। এ ছাড়া পাহাড়তলী চক্ষু হাসপাতালের মাধ্যমে চিহ্নিত ২০০ জনের চক্ষু পরীক্ষা ও ১২০ জন রোগীর চোখের অস্ত্রোপচারের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে।
তিনি বলেন, অরবিস ইন্টারন্যাশনালের আত্মপ্রকাশের তিন বছরের মধ্যে ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে আসে। সর্বশেষ এটি এসেছিল ২০০৯ সালে। ১৯৮২ সাল থেকে অরবিস ২৩ মিলিয়ন মানুষকে চক্ষুসেবা দিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd