সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৭
সিলেট :: সিলেট আঞ্চলিক ইলেকট্রোনিক মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’র প্রাক্তণ সভাপতি, এনটিভির সিলেটের আঞ্চলিক প্রধান সাংবাদিক মঈনুল হক বুলবুলকে সিলেট রিপোর্টার্স ক্লাব’র ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ক্লাব পরিদর্শনে আসলে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, ভাটির শিকড় সম্পাদক রওশন জলিল কোরেশী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আবিদুর রহমান রাজু, গিয়াস উদ্দিন প্রমূখ।
শুভেচ্ছার জবাবে সাংবাদিক বুলবুল বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেশা। এই পেশাকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। তিনি বলেন, সাংবাদিকদেরকে প্রচুরভাবে পড়া-শুনা করতে হয়। এই পেশাকে কোনো অর্থে ভুলভাবে পরিচালিত করলে দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যকে সতর্কতার সহিত সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd