বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ এবং মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফর উল্লাহ কাজলের নেতৃত্বে দুই ঘন্টা ব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযানে সিলেট মহানগর পুলিশ, বিজিবি, এপিবিএন ও মাধকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা গেছে, নগরের কাস্টঘর এলাকায় মাদক বিক্রির অভয়ারণ্য হিসেব পরিণত হওয়ায়। সম্প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার সন্ধ্যায় অভিযান চলাকালে কাস্টঘরের দুইটি ঝুপড়ী ঘর থেকে ১শ’ ৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, ৫৫ পুরিয়া হিরোইন ও ১৫ গ্রাম খোলা হিরোইন ও নগদ ১ লাখ ৯২ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আসামী করে মাদকদ্রব্য অধিদপ্তর পৃথক দুইটি মামলা দায়ের করেছে।