সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে নিহত চম্পার মা রেখা দাস মামলাটি দায়ের করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কোয়ারি মালিক খলিলুর রহমানকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাদায়ের করা হয়েছে।
খলিলুর রহমানের অংশীদার নান্নু মিয়াসহ ৬ জনের নামোল্লেখ করে করা মামলাটির অন্য ৫ আসামি অজ্ঞাত।
ঘটনার পর পরই নান্নু মিয়াকে আটক করে পুলিশ।
সোমবার সকালে জাফলং মন্দিরের জুম পাহাড় এলাকার কোয়ারি টিলা ধসে নারীশ্রমিক শম্পা দাস চম্পা (১৮) নিহত হন।
আহন হন জুথি বিকাশ সরকার (৪৫), তার ছেলে দিপ্ত সরকার (১৪) ও ভাই অজিত সরকার (২২)।
তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চম্পা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার শ্যামপুরের রণজিৎ দাসের মেয়ে। জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় পাথর শ্রমিক হিসাবে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় টিলা ধসে শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd