সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলং মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। এ ঘটনায় পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) ভোরে পাথর উত্তোলন করতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শম্পা দাশ (১৭)। নেত্রকোনার খালিয়াজুরি সামপুর গ্রামের রঞ্জিত দাশের মেয়ে। আহতরা হলেন- আরাকান্দি গ্রামের দিনাবন্ধু তালুকদারের ছেলে জ্যোতি বিকাশ (৪৫), জ্যোতি বিকাশের ছেলে দীপ্ত সরকার (১৪) ও সুনামগঞ্জের শাল্লার সুনিল সরকারের ছেলে অজিত সরকার (২৩)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকা থেকে একটি চক্র দির্ঘদিন থেকে পাথর শ্রমিকদের দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছিল। সোমবার ভোঁরে পাথর উত্তোলন করতে গেলে মাটি চাপা পড়ে কিশোরীর মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট উেিজলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাস, পশ্বিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, মাটি চাপায় নিহত চম্পা দাসের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল লেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, জাফলং মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় নিহতদের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে ৪ শিশু শিক্ষার্থীসহ ৬ জনের প্রাণহানি ঘটে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd