সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে পৃথক ৫টি অভিযান চালিয়ে বিপুল পরিমান কয়লা ও ভারতীয় মদসহ মোটরসাইকেল আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রোববার ভোররাতে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপির নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মনাইপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ৭২ হাজার টাকা।
এদিকে একই উপজেলার টেকেরঘাট বিওপির সুবেদার আঃ রাশেদ এর নেতৃত্বে একটি টহল দল রোববার ভোররাত ৩টায় বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ৯শ ৯২ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৮৯৬ টাকা।
অন্যদিকে বালিয়াঘাটা বিওপির নায়েক মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে লাকমা নামক স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৩শ ২০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার ১৬০ টাকা।
অপরদিকে বিরেন্দ্রনগর বিওপির নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বাগলীছড়া নামক স্থান হতে ৪ হাজার ১শ ১০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৫৩ হাজার ৪৩০ টাকা।
এদিকে আশাউড়া বিওপির হাবিলদার মোঃ আজাহার আলী এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নৈগাং নামক স্থানে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় মোটর সাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ, কয়লা এবং মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় বর্ণিত মদ, কয়লা এবং মোটর সাইকেল আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd